লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩৩ জন
- By Jamini Roy --
- 13 November, 2024
লেবাননে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষ। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলের এই আক্রমণে বৈরুতসহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হামলাগুলো শুধুমাত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটিতেই সীমাবদ্ধ ছিল না; বরং কিছু এলাকাতেও আঘাত করা হয়েছে যেখানে হিজবুল্লাহর উপস্থিতি থাকার কথা নয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চৌফ অঞ্চলের জৌন শহরে একটি হামলায় আট নারী ও চার শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ভবনটি এমন একটি স্থানে ছিল যেখানে চলমান হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষের কারণে বহু বাস্তুচ্যুত ব্যক্তি আশ্রয় নিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী বৈরুতের পূর্বাঞ্চলীয় আলে এলাকার উত্তরে আরও একটি হামলায় আটজন নিহত হয়েছেন।
লেবাননের নিরাপত্তা সূত্রের তথ্য অনুসারে, বাস্তুচ্যুত মানুষেরা যে বাড়িটিতে অবস্থান করছিলেন সেখানে ইসরাইলি বাহিনী এই হামলা চালায়। এছাড়াও, দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় আরেকটি হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। তবে, অন্য এলাকায় নিহতদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ লেবানন-ইসরাইল সীমান্তে বৃদ্ধি পায়। ইসরাইলের গাজা হামলার পর থেকেই এই সীমান্ত সংঘর্ষ চলমান। চলতি বছরের সেপ্টেম্বরে ইসরাইলি বাহিনী লেবাননে হামলা আরও জোরদার করে। এক বছরে ইসরাইলি হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এই আক্রমণগুলোর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত আরও ঘনীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের কারণে ইতোমধ্যেই অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের আশ্রয়স্থলও বারবার হামলার শিকার হচ্ছে।